খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আলী ইমাম মজুমদার। তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
রোববার (১০ নভেম্বর) নতুন শপথ নেওয়া উপদেষ্টাদের দপ্তর বণ্টন এবং পুরনোদের পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে গত ১২ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সরকারী নিয়োগ দেওয়া হয়। ১৬ আগস্ট তার সেই নিয়োগ বাতিল করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ওইদিনই উপদেষ্টা হিসেবে শপথ নেন আলী ইমাম। উপদেষ্টা নিয়োগের পর তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়।
এখন তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। এতদিন খাদ্য মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার অধীনে ছিল।
বাংলা৭১নিউজ/এসএস