বাংলা৭১নিউজ,ঢাকা: করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পাঠানো একশ’ মেট্রিক টন খাদ্য ও ওষুধ সামগ্রী মালদ্বীপে পৌঁছেছে।
বুধবার (২২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মালদ্বীপ সরকারের কাছে এসব খাদ্য ও ওষুধ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
বাংলাদেশ থেকে গত ১৫ এপ্রিল নৌবাহিনীর একটি জাহাজে করে এসব খাদ্য-ওষুধ সামগ্রী মালদ্বীপে পাঠানো হয়। এসব পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন, নৌবাহিনী, ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, বাংলাদেশের কিছু ওষুধ কোম্পানি একযোগে কাজ করেছে।
করোনা ভাইরাস মোকাবিলায় সহায়তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনাও করেছেন। এ ভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর নেওয়া উদ্যোগে সার্কর তহবিলে বাংলাদেশ দেড় মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।
বাংলা৭১নিউজ/এমআর