শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

খাদিজার পাশে সেলফি: ক্ষমা চাইলেন সাংসদ সাবিনা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৭৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: সিলেটে ছাত্রলীগ নেতার ধারালো অস্ত্রের কোপে আহত তরুণী খাদিজা আক্তারের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় এবার দুঃখ প্রকাশ করেছেন ছবিটি পোস্ট করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। তিনি লিখেন, ‘আমার গতকালের স্ট্যাটাসের জন্য যদি আমার কোন ভুল হয়ে থাকে এবং কেউ মর্মাহত হয়ে থাকেন আমি এ ব্যপারে দু:খিত ।’

এই সেলফি তোলার জন্য এর আগে ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চান যুব মহিলা লীগের নেত্রী কোহেলী কুদ্দুস। তার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদিজার মৃত্যুর গুজব ছড়ানোয় এর জবাব দিতেই এই কাজ করেছেন তারা।

ছবিটি পোস্ট করা সংসদ সদস্য সাবিনাও একই কথা বলেন। তিনি বলেন, ‘মেয়েটা মারা গেছে বলে যে গুজব ছড়িয়ে পরে। আমার বান্ধবী মিরা স্ট্যাটাস দেয়, ‘বোন খাদিজা ক্ষমা করিস’ লিখে । আমাদের ছবি দেয়ার উদ্দেশ্য কেবল আমরা নারী সমাজ খাদিজার পাশে আছি এটা বোঝানোর জন্য, আর ও বেঁচে আছে এটা জানানোর জন্য।’

গত সোমবার সিলেটে সাবিনাকে কোপানোর পরদিন ভোরে তাকে ঢাকায় আনা হয়। সেদিনই স্কয়ার হাসপাতালে অপারেশনের পর তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীরা তাকে দেখতে হাসপাতালে যান। দেখে এসে কেউ গণমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন।

ফেইসবুকে ছবি প্রকাশের বিষয়ে সাবিনা লিখেন, ‘আমার যদি ভুল হয়ে থাকে তবে আমি ক্ষমাপ্রার্থী। আমরা সব নির্যাতিত নারী সমাজের পাশে আছি, থাকবো। এটা দেয়া যদি আমার সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টিকটু হয়ে থাকে তবে আমি আন্তরিক দু:খিত।’

স্ট্যাটাসে বদরুলের ফাঁসি চেয়ে নির্মম ঘটনার নিন্দা করে বক্তব্য দেয়া হয়েছে দাবি করে আওয়ামী লীগের এই সংসদ সদস্য লিখেন, ‘আসলে আমরা যারা রাজনীতি করি তাদের চিন্তা ভাবনায় যত সততা থাকুক, আমাদের দোষ তো খুঁজে বের করতে হবে- এটাই তো স্বাভাবিক। আমি মনে করি, যা কিছু হয়েছে মঙ্গলের জন্য। অনেক কিছু আবেগ থেকে না করে চিন্তা ভাবনা করে করতে হবে।’

সাবিনা লিখেন, খাদিজার পাশে গিয়ে তারা আবেগী হয়ে উঠেছিলেন। পাশপাশি বদরুলকে ধিক্কার জানানোর বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন।

গণমাধ্যমে সমালোচনায় কিছুটা রুষ্ঠ হয়েছেন সাবিনা। তিনি লিখেন, ‘কেউ যদি কাজ করে, সমালোচনা তারই বেশি হয়। …তার (খাদিজার) পাশে দাঁড়ানোর অঙ্গীকার না করে ঘরে বসে তার জন্য বড় করে স্ট্যাটাস দিলেই তো হতো।’ সাবিনা লিখেন, ‘সংসদে ঢোকার আগ মুহূর্তে গেলাম লিপস্টিক কেন দিয়ে গেলাম, এটাও তো দোষ। সব কিছুর পর এটাই বলবো আমিই দায়ী, আমার একক দায়িত্ব ।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com