বাংলা৭১নিউজ,(খাগড়াছড়ি)প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অবশেষে খাগড়াছড়িতে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহরিয়ার জামান, ডিজিএফআই’র ডেট কমান্ডার কর্নেল মুহাম্মদ আব্দুল মালেক হোসেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, সভার সিদ্ধান্ত মতে রামগড়, মানিকছড়ি ও মহালছড়িতে আজ থেকে চেক পোস্ট কার্যকর হবে। কোনো ব্যক্তি খাগড়াছড়ি ত্যাগ করতে হলে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। আবার কোনো ব্যক্তি খাগড়াছড়ি প্রবেশ চাইলে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাকে শনাক্ত করতে হবে।
এছাড়া খাগড়াছড়ি সদরে হাটবাজার গুলো পাশ্ববর্তী ফাঁকা মাঠে স্থানান্তর, দুপুর ২টার পর ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট ও ইজিবাইক চলাচল বন্ধেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এফএস