শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

খাগড়াছড়িতে এক পক্ষের কর্মবিরতি, দু’পক্ষের হরতাল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৭ মে, ২০১৮
  • ১১৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচরের বেতছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত মাইক্রোবাস চালক মো. সজীব হাওলাদারের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ১২ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন খাগড়াছড়ির পরিবহন শ্রমিকরা। সোমবার ভোর ৬টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করবেন তারা। ভাড়ায় চালিত মাইক্রোবাস চালকদের সংগঠন ‘খাগড়াছড়ি রেন্ট এ কার সমিতি’ এ কর্মসূচির ডাক দেয়।

এদিকে ‘বাঙালি ছাত্র পরিষদ’ ও ‘পার্বত্য বন পরিষদ’র ডাকে খাগড়াছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় মো. সজীব হাওলাদারের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে এ হরতালের ডাক দেয় সংগঠন দুটি।

অপরদিকে একই দাবিতে ‘বৃহত্তর বাঙালি ছাত্র পরিষদ’র ডাকা টানা ৭২ ঘণ্টার হরতাল গতকাল সন্ধ্যায় ১২ ঘণ্টা চলার পর প্রত্যাহার করেছে সংগঠনটি।

পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালনের বিষয়টি নিশ্চিত করেছেন ‘খাগড়াছড়ি রেন্ট এ কার সমিতি’র সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

তিনি বলেন, আমাদের সহকর্মী মো. সজীব হাওলাদার হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসন ব্যর্থ হয়েছে। তাই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সঙ্গে সংহতি জানিয়েছে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ ও চালক সমবায় সমিতিসহ সমমনা সংগঠনগুলো।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস.এম সফি বলেন, সন্ত্রাসীদের ব্রাশফায়ারে পরিবহন শ্রমিক নিহত হওয়ার ঘটনা দুঃখজনক। চালক মো. সজীব হাওলাদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির প্রতি মালিক গ্রুপের পূর্ণ সমর্থন রয়েছে।

প্রসঙ্গত রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শক্তিমান চাকমার শেষকৃত্যানুষ্ঠানে যাওয়ার পথে গেল শুক্রবার (৪ মে) নানিয়ারচরের বেতছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হয় ভাড়ায় চালিত মাইক্রোবাস চালক মো. সজীব হাওলাদার। এ ঘটনায় ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা প্রকাশ বর্মাসহ আরও ৪ জন নিহত হন।

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com