খাগড়াছড়িতে ভয়াবহ বন্যায় এখানকার পাঁচটি উপজেলা প্লাবিত হয়েছে। চেঙ্গি, মাইনি, ফেনী নদীর ভাঙনে ৬ কিলোমিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। খাগড়াছড়ি সদরসহ দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, রামগড় বন্যার কবলে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আরিফুর রহমান জানান, এখানে ৬ কিলোমিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে বহু ঘর-বাড়ি ফসলি জমি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। নদী ভাঙন রোধে যে চলমান কাজ রয়েছে তা অব্যাহত রাখা হবে বলে ও জানান তিনি।
খাগড়াছড়ি সদরে রাজ্যমনি পাড়া, পেড়াছড়া, ঘাটপাড়, গুরগুরজা ছড়ি,কমলছড়ি, দীঘিনালার মাইনি নদীর ভাঙনে নাড়াইছড়ি, হাশিসনপুর, তেবাং ছড়া, বোয়ালখালী, মাটিরাঙ্গায় গোমতী, রামগড়ে কয়লার মুখ, পানছড়ির চেঙ্গী নদীতে ইসলামপুর, শান্তিপুরসহ বহু এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
নদী ভাঙনের শিকার খাগড়াছড়ি সদরের রাজ্যমনি পাড়ার বাসীন্দা উসানু মারমা, অংক্রই মারমা ও চাথং মারমা জানান, তাদের বাপ দাদার ভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তারা এখন নিঃস্ব অবস্থায় রয়েছে। এলাকাবাসী নদী ভাঙন রোধকল্পে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ