আধিপত্য বিস্তারের লড়াইয়ে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে খাগড়াছড়ির পানছড়িতে রূপসী চাকমা নামে এক গৃহবধূ নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (৩ মার্চ) উপজেলার দুর্গম হাতিমারা গ্রামে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) এবং জেএসএসের (সন্তু) মধ্যে গোলাগুলির সময় ওই গৃহবধূ নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ রূপসী চাকমা হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। তিনি জানান, পানছড়ির দুর্গম এলাকা উত্তর দুদুকছড়ায় পাহাড়ের সশস্ত্র দুই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) এবং জেএসএসের (সন্তু) মধ্যে গোলাগুলির ঘটনার খবর পেয়েছি। এতে দুই পক্ষের কেউ হতাহত না হলেও রূপসী চাকমা নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন বলে জানা যায়। তবে এলাকাটি দুর্গম হওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া যায়নি।
বেশ কয়েকমাস আগে পানছড়িতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে কয়েকজন হতাহতের পর দীর্ঘদিন এলাকাটি শান্তিপূর্ণ ছিল। আবারো দুই গ্রুপের মধ্যে লড়াই শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দুই সশস্ত্র সংগঠনের এমন লড়াইয়ে নিরাপত্তাহীন হয়ে পড়েছে সাধারন মানুষ।
বাংলা৭১নিউজ/এসএইচ