বাংলা৭১নিউজ, ফরিদপুর: বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ নামে একটি নতুন বিভাগ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, নতুন এই বিভাগের সদর দফতর হবে ফরিদপুরে।
আজ দুপুরে ফরিদপুর পৌর বাস টার্মিনালে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, শ্রমিকদের বিরুদ্ধে যাবে এমন কোনো আইন করবে না সরকার। শ্রমিকদের নির্যাতনের জন্য নয়, সরকার আইন করছে সকলকে সাবধান করার জন্য।
ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, বর্তমান সরকারের আমলে দেশের যে উন্নয়ন হয়েছে বিগত দিনে কোনো সরকারের আমলেই তা হয়নি। আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আগামী নির্বাচনে তাই আওয়ামী লীগকে নৌকা প্রতীকে ভোট দিয়ে ফের ক্ষমতায় আনতে হবে।
ফরিদপুর মোটর ওয়াকার্স শ্রমিক ইউনিয়ন (১০৫৫) আয়োজিত এ শ্রমিক সমাবেশ ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির।
অন্যদের মধ্যে জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি চৌধুরী বরকত ইবনে সালাম, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় সরকারমন্ত্রী নিহত ও আহত ৩০টি শ্রমিক পরিবারের সদস্যদের হাতে ১৫ লাখ টাকার অনুদান তুলে দেন।
বাংলা৭১নিউজ/এম