মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

‘ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিল ভারত ও পাকিস্তান’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৮৫ বার পড়া হয়েছে
পাক-ভারত কল্পিত ক্ষেপণাস্ত্র যুদ্ধ।

বাংলা৭১নিউজ,ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে উঠলে দু দেশ এক অপরকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার হুমকি দিয়েছিল। ভারত ও পাকিস্তানের সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এসব সূত্র বলেছে, ভারত এক পর্যায়ে ছয়টি ক্ষেপণাস্ত্র মারার হুমকি দেয়। জবাবে পাকিস্তান বলেছিল, ভারত ছয়টি ক্ষেপণাস্ত্র ছুঁড়লে ইসলামাবাদ তার তিনগুণ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দেবে। তবে দু দেশের সাম্প্রতিক সংঘর্ষের সময় এ হুমকি বাস্তবায়িত হয় নি; দু দেশ প্রচলিত যুদ্ধাস্ত্রই ব্যবহার করেছে।

পাকিস্তানের নাসর ক্ষেপণাস্ত্র।

পাকিস্তানের একজন মন্ত্রী ও ইসলামাবাদে নিযুক্ত পশ্চিমা এক কূটনীতিক নিশ্চিত করেছেন যে, পাকিস্তানের ভেতরে ভারত ছয়টি ক্ষেপণাস্ত্র মারার হুমকি দিয়েছিল। ওই মন্ত্রী বলেন, “সংঘর্ষের সময় পাকিস্তান ও ভারতের গোয়েন্দারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং এখনো যোগাযোগ রেখে চলেছেন।”

       ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র।

নাম প্রকাশ না করার শর্তে এ মন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভারতের হুমকির জবাবে পাকিস্তান বলেছিল, ইসলাবাদ ভারতের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করবে এবং নিজের ভাণ্ডার থেকে বহু ক্ষেপণাস্ত্র ছুঁড়বে। তিনি বলেন, “আমরা বলেছিলাম যদি তোমরা একটি ক্ষেপণাস্ত্র মার তাহলে আমরা মারব তিনটি। ভারত যা করবে আমরা তার তিনগুণ জাবব দেব।”

দুদেশের মধ্যকার উত্তেজনা কমানোর ক্ষেত্রে চীন ও কয়েকটি দেশের ভূমিকার প্রশংসা করেন পাকিস্তানের এ মন্ত্রী। ভারতও বলেছে, সংঘর্ষের সময় নয়াদিল্লি গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ রাখছিল তবে এ বিষয়ে বিস্তারিত বলে নি নয়াদিল্লি।

বাংলা৭১নিউজ/সূত্র: পার্সটুডে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com