বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রাইব্যুনালে যে আইনে বিচার চলছে, তার শুরুর শাস্তিই মৃত্যুদণ্ড শিগগিরই ইসরায়েলের বিরুদ্ধে ‌‘ট্রু প্রমিজ ৩’ অভিযান, হুঁশিয়ারি ইরানের পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিমি টেনে নিয়ে গেলেন চালক শেখ হাসিনা দেশকে দুই ভাগে ভাগ করেছিলেন: মামুনুল হক অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে রাজনৈতিক-অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ইতালির সীমান্ত হত্যা শূন্যে নামানোর জোরালো দাবি বাংলাদেশের ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: নাহিদ নসরুল হামিদ ও তার স্ত্রীর ২০ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেভাবে উন্নয়ন ঘটতে পারে বাংলাদেশ-ভারত সম্পর্কের চট্টগ্রামে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়: ফখরুল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েটের একাডেমিক কার্যক্রম স্থগিত স্ত্রীসহ শ ম রেজাউলের বিরুদ্ধে দুই মামলা গাইবান্ধায় গাঁজাসহ এএসআই গ্রেফতার দখল-দূষণে নষ্ট হচ্ছে জলাশয়: প্রাণিসম্পদ উপদেষ্টা প্রবাসীর গাড়িতে ডাকাতি, ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট ডেভিল হান্টে মোহাম্মদপুর-আদাবর থানা এলাকায় গ্রেফতার ২৫

ক্ষমতায় গিয়ে জাতিসংঘের প্রতিবেদন পাঠ্যপুস্তকে রাখবে বিএনপি

লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

জাতিসংঘের প্রতিবেদনটি একটি দালিলিক প্রমাণ। এই দলিল বাংলাদেশ সরকারকে সংরক্ষিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য পাঠ্যপুস্তকে এই দলিল লিপিবদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, যদি এই সরকার না করে, ইনশাআল্লাহ এ দেশে একটা নির্বাচন হবে। আমরা আশা করছি, খুব শিগগিরই দেশে স্বাভাবিক নিয়মে একটি সুন্দর নির্বাচন হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সেই সরকারের নেতৃত্বে দেবে। তখন জাতিসংঘের ঐতিহাসিক দলিল আগামী দিনের পাঠ্যপুস্তকে রাখার ব্যবস্থা আমরা করবো। যুগের পর যুগ, বছরের পর বছর এ দেশের মানুষ যেন এ অপকীর্তি, গুম-খুন, দুর্নীতির সঙ্গে অবহিত থাকে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে অতিথিরা বার্ষিক ক্রীড়ার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ্যানি বলেন, হাসিনা আমাদের জীবনযাত্রা-ভাবমূর্তি ও দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু বাকি নেই যা করেননি। কারণ তার কাছে ক্ষমতাই বড় ছিল। ক্ষমতাকে পার্মানেন্ট করার জন্য তিনি একের পর এক গুম ও খুন করেছেন।

 

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম যে দেশপ্রেমে জাগ্রত হয়েছে, তা অনুভব করার মতো। এটি আমাদেরকে অনুপ্রাণিত করে। বিশেষ করে জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করার পরও তারা পিছপা হয়নি। হেলিকপ্টার থেকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের সঙ্গে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও অভিভাবকরা ছিল।

দেশের সাধারণ মানুষের গণআন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য উপর্যুপরি আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি নির্দেশ দিয়ে ছাত্র-জনতাকে খুন করা হয়েছে। জুলাই আন্দোলন ছাড়াও এর আগে অত্যাচার-নির্যাতন ও মামলা-হামলা চালিয়ে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। খুন-গুম করেছে। কিন্তু শেষ পরিণতি, হাসিনা পার্মানেন্ট হতে পারেনি। পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মুরাদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র সাহাব উদ্দিন সাবু, হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন ও বিদ্যালয়ের আজীবন সদস্য আলমগীর হোসেন রাজু প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com