বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সরকারী পিসি কলেজের বাংলা বিভাগের প্রফেসার মনোজ কান্তি মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে উঠেছে।
ঘটনার পর বৃহস্পতিবার সকালে কলেজের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
এসময় শিক্ষার্থীরা প্রফেসার মনোজ কান্তি মন্ডলের অপসারন দাবীতে অধ্যক্ষ অভিজিৎ বসুকে অবরোধ করলে তিনি উপাধাক্ষ্য শেখ মোস্তাহিদুল আলম রবিকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্তে কমিটি গঠন করেন।
এই তদন্ত কমিটিকে আগামী ২৮ মের মধ্যে তাদের তদন্ত রির্পোট অধ্যক্ষের কাছে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজ থেকে গা ডাকা দিয়েছেন বাংলা বিভাগের প্রফেসার মনোজ কান্তি মন্ডল।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসার মনোজ কান্তি মন্ডল ছাত্রীদের যৌন হয়রানী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের দিয়েছেন। ছাত্রীদের ইনকোর্স ও মৌখিক পরিক্ষায় ফেল করানোর হুমিতি দিয়ে যৌন হয়রানীর পাশাপাশি প্রফেসার মনোজ কান্তি মন্ডল ক্লাসে হযরত মোহম্মদ (সা:) ও শ্রীকৃষ্ণের বাণী এই যুগে অচল বলে প্রতিনিয়ত শিক্ষাথীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন।
এসব কারনে ক্ষিার্থীরা ক্ষুব্দ হয়ে বৃহস্পতিবার সকালে ক্যাম্পাশে বাংলা বিভাগের প্রফেসার মনোজ কান্তি মন্ডলের ক্লাশ বর্জন করে বিক্ষোভ শুরু করে।
বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অভিজিৎ বসু বলেন, ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তি আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
তদন্ত কমিটির প্রধান উপাধাক্ষ শেখ মোস্তাহিদুল আলম বলেন, ইতি মধ্যেই আমরা আমাদের তদন্ত কাজ শুরু করে দিয়েছি। দ্রুত এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস