নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা রব্বানীর পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান। রব্বানীর পরিবারের জন্য নব-নির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষ্যে নীলফামারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী ৩০ ডিসেম্বর বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য নব-নির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভী, বিএনপির সাংগঠনিক সম্পাদক রংপুরের দায়িত্বপ্রাপ্ত আসাদুল হাবিব দুলু, ‘আমরা বিএনপি পরিবার’ এর কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এতে সভাপতিত্ব করবেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক আতিকুর রহমান রুমন।
উল্লেখ্য, ২০১৪ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপি নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএকে