বাবা ও মামার সঙ্গে ক্যাম্পাসে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্যাতনের শিকার সেই ছাত্রী। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসে পৌঁছান তিনি।
জানতে চাইলে ভুক্তভোগী বলেন, সকালে ক্যাম্পাসে এসেছি। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবো।
এদিকে, ওই ছাত্রীর বক্তব্য শোনার জন্য তাকে ডেকেছে দেশরত্ন শেখ হাসিনা হল প্রশাসন গঠিত তদন্ত কমিটি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ড. শামসুল আলম বলেন, আমাদের হল প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটির তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ভুক্তভোগীকে ডাকা হয়েছে।
জানা যায়, ক্যাম্পাসে পৌঁছালে সহকারী প্রক্টর জয়শ্রী সেনের নেতৃত্বে একটি মাইক্রোবাসে তাকে ও তার স্বজনদের দুপুর সাড়ে ১২টার দিকে দেশরত্ন শেখ হাসিনা হলে আনা হয়। এসময় হলের প্রধান ফটকে পুলিশি প্রহরা দেখা যায়।
ভুক্তভোগীকে নিরাপত্তা দিতে হাইকোর্টের আদেশ পাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ভুক্তভোগীকে আমরা সাধ্যমতো সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছি। আশা করি, কোনো নিরাপত্তার ঘাটতি থাকবে না।
শেষ খবর পাওয়া পর্যন্ত শেখ হাসিনা হলেই অবস্থান করছেন ওই ছাত্রী ও তার স্বজনরা।
বাংলা৭১নিউজ/এসএইচ