বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল : স্থানীয় সরকারমন্ত্রী ‘ডিএসসিসির সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে’ ঢাকায় আসছেন ডোনাল্ড লু লোকসানে শিল্প মন্ত্রণালয়ের ২৮ প্রতিষ্ঠান : সংসদে শিল্পমন্ত্রী দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি : নসরুল হামিদ ক্ষমতায় ও বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি: নানক মুদ্রানীতি ও আর্থিকনীতি সমন্বয়ে ব্যবস্থাপনাগত দুর্বলতা আছে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত সংকট সামাল দিতে শক্ত নেতৃত্ব প্রয়োজন: প্রধানমন্ত্রী ভোটের আগের দিন নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত আমরা একসঙ্গে জয়ী হব: শপথ নিয়ে বললেন পুতিন তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু মাধ্যমিকের ৩১ বইয়ে ১৪৭ ভুল, স্কুলে যাচ্ছে সংশোধনী জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ মাঝ-আকাশে নারী যাত্রীদের ঝগড়া-হাতাহাতি, জরুরি অবতরণ করলো ফ্লাইট সব হজযাত্রী সঠিক সময়ে যাবেন, সঠিক সময়ে ভিসাও হবে : ধর্মমন্ত্রী ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্টকার্ড বিতরণ শুরু জনগণকে নিরপেক্ষভাবে সেবা দেওয়ার তাগিদ আইজিপির শিশুদের শুধু আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়া কঠিন : ডেপুটি স্পিকার বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ সরকার

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: প্রথম দুই ম্যাচ জিতে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। আজ ইংল্যান্ড কানাডাকে হারানোয় শেষ আটের টিকিট নিশ্চিত হয়ে গেছে সাইফ হাসানের দলের। শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

কুইন্সটাউনে আজ ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড যুব ওয়ানডেতে তাদের সর্বোচ্চ ৩৮৩ রানের বিশাল সংগ্রহ গড়ে। কোয়ার্টারে যেতে কানাডাকে এই লক্ষ্যে পৌঁছাতে হতো ৩৮ ওভারে। কিন্তু ৩১.৫ ওভারে মাত্র ১০১ রানেই অলআউট হয়ে গেছে তারা।

২৮২ রানের বিশাল জয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সুপার লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচে নামিবিয়া ও কানাডাকে হারানো বাংলাদেশ শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল। বাংলাদেশ হয়েছে এই গ্রুপের রানার-আপ।

আগামী ২৬ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ২৩ জানুয়ারি এই গ্রুপের রানার-আপ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড।

‘ডি’ গ্রুপ থেকে পাকিস্তান চ্যাম্পিয়ন ও আফগানিস্তান রানার-আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ‘এ’ গ্রুপ থেকে শেষ আটে ওঠা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা আজ শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়ছে। এই গ্রুপের চ্যাম্পিয়ন শেষ আটে খেলবে আফগানিস্তানের বিপক্ষে (২৫ জানুয়ারি), আর রানার-আপ খেলবে পাকিস্তানের সঙ্গে (২৪ জানুয়ারি)।

গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই! গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আট দল খেলবে প্লেট পর্বের কোয়ার্টার ফাইনাল। যেখানে মুখোমুখি হবে কানাডা ও পাপুয়া নিউগিনি, জিম্বাবুয়ে ও নামিবিয়া, শ্রীলঙ্কা ও কেনিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com