চট্টগ্রাম বহির্নোঙ্গরে সাঙ্গু নদীর মোহনায় কোস্টগার্ডকে দেখে পালানোর সময় দেশীয় অস্ত্র ও বোটসহ ৩ জনকে আটক করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কোস্টগার্ড সাঙ্গু নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দেয়। কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে বোটটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে আটক করে।
পরে বোটটি তল্লাশি করে বাণিজ্যিক জাহাজ থেকে চুরির সরঞ্জামাদি (৩টি দেশীয় অস্ত্র, ৩টি সেলাই রেঞ্জ, ১টি হ্যাক্সো ব্লেড, ১টি লোহার হুক, ৪টি স্পিনার, ৬০ লিটার ডিজেল ও ৩টি মোবাইল ফোন) জব্দ করা হয়। এ সময় চুরিরসঙ্গে সম্পৃক্ত ৩ জনকে আটক করা হয়।
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকার চোরচক্র জাহেদ গ্রুপের সদস্য।
বাংলা৭১নিউজ/এসএইচ