দক্ষিণ কোরিয়ায় টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের রেজাউল করিম-আখি দম্পতির কোলজুড়ে একসাথে এসেছে চার সন্তান।
গত ৫ এপ্রিল সকালে দেশটির উইজংবু সংমু হাসপাতালে ওই চার সন্তানের জন্ম হয়। তাদের মধ্যে দুইজন ছেলে আর দুইজন মেয়ে।
হাসপাতালের দেয়া তথ্য মতে, চার শিশুর মধ্যে সবার ওজন ১ দশমিক ৬ কেজি থেকে ১ দশমিক ৮ কেজির মধ্যে। তাদের সবাই এখন সুস্থ আছে।
অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক প্রসূতি ও গাইনোকোলজি বিভাগের অধ্যাপক কিমইওনহি বলেন, মা বর্তমানে ডেলিভারি রুমে সেবা নিচ্ছেন। আর চার সন্তান বর্তমানে নিবিড় পরিচর্যা ইউনিটে (নবজাতকের) চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের পরিচালক হান চ্যাং-হি এই দম্পতিকে অভিনন্দন জানিয়ে নবজাতকের সুস্থতা কামনা করেছেন।
অপারেশনের দিন হাসপাতালটির প্রসূতি ও স্ত্রীরোগ, শিশুরোগ, অ্যানেস্থেশিয়া বিভাগ, অপারেটিং রুম, নবজাতক কক্ষ ও ডেলিভারি রুম মিলিয়ে প্রায় ৩০ জন মেডিক্যাল স্টাফের দীর্ঘ এক ঘণ্টার অক্লান্ত পরিশ্রমে ওই চার শিশুর জন্ম হয়।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া প্রবাসী আব্দুল জলিল সখীপুর উপজেলার ইছাদীঘি গ্রামের মৃত রেজাউল করিমের কনিষ্ঠ সন্তান। জলিল-আখি দম্পতি ২০১৩ সালের ১৭ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন।