বাংলা৭১নিউজ, সংসদ প্রতিবেদক : দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের আজ রোববারের কোরাম সংকটের কারনে প্রায় ২০ মিনিট পর অধিবেশনের কার্যক্রম শুরু হয়। প্রতিদিনই কোরাম সংকটের কারনে নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশনের কার্যক্রম শুরু হরতে পারছেন না স্পীকার। আজ অধিবেশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথাছিল বিকেল সাড়ে ৪ টায়। এ সময় সংসদে উপস্থিত ছিলেন মাত্র ২ মন্ত্রী এবং ১৩ জন সংসদ। সব মিলিয়ে মোট ১৫ জন। সংসদ সদস্য অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন। এতে করে তৈরি হয় কোরাম সংকটের। এ সময় অধিবেশনে সংসদ দসস্যদের উপস্থিত হওযার জন্য রিং বাজাতে থাকে। বিকেল সাড়ে ৪ টায় মন্ত্রীদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সংসদে তাদের নিজ নিজ আসনে অবস্থান করতে দেখা যায়। এছাড়া সংসদ সদস্যদের মধ্যে নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন মাত্র ১৩ জন সদস্য।
সংবিধান অনুযায়ী কোরাম পূর্ণ হতে ৬০ জন সদস্যকে উপস্থিত থাকতে হয়। আর নির্ধারিত সময়ে ২ মন্ত্রী ও ১৩ সাংসদ মিলে উপস্থিত ছিলেন মাত্র ১৫ জন সদস্য। এতে করে তৈরি হয় কোরাম সংকটের। এসময় কোরাম পুর্ণ করতে চীফ হুইফ আ স ম ফিরোজের তৎপরতা লক্ষ্য করা যায়।
নির্ধারিত সময়ের ৫ মিনিট পরে বিকেল ৪টা ৩৫ মিনিটে উপস্থিত হন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এরপর আস্তে আস্তে সংসদে প্রবেশ করেন কয়েকজন সংসদ সদস্য। ৪টা ৪১ মিনিটে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী এবং ৪টা ৪৫ মিনিটে প্রবেশ করেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী-সাংসদ মিলিয়ে ৬১ জন নিয়ে পরে বিকেল ৪টা ৪৯ মিনিটে সংসদের বৈঠক শুরু হয়।
এর আগে গত ৩০ জানুয়ারি সোমবার রাত ৮টার পর সংসদে কোরাম না থাকার দাবি তুলেছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। পরে সংসদে কোরাম রয়েছে বলে নিশ্চিত করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
বাংলা৭১নিউজ/এএইচ