বাংলা৭১নিউজ, ঢাকা: ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭.৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।
রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করেন তিনি।
এ সংবাদ সম্মেলন থেকেই ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পৃথকভাবে ১০ বোর্ডের গড় পাসের হার জানা গেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহীতে গড় পাসের হার সবচেয়ে বেশি ৮৬.০৭ শতাংশ। পাসের হার সবচেয়ে কম ছিলেট শিক্ষা বোর্ডে ৭০.৪২ শতাংশ।
রাজশাহীতে পাসের হার ৮৬.০৭ শতাংশ।
ঢাকা বোর্ডে পাসের হার ৮১.৪৮ শতাংশ।
কুমিল্লা বোর্ডে পাসের হার ৮০.৪০ শতাংশ।
দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৭.৬২ শতাংশ।
বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ .১১ শতাংশ।
যশোর বোর্ডে পাসের হার ৭৬.৬৪ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৫ .৫০ শতাংশ।
সিলেট বোর্ডে পাসের হার ৭০.৪২ শতাংশ।
এ ছাড়া মাদ্রাসা বোর্ডে (দাখিল) পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ । কারিগরি বোর্ডে (ভকেশনাল) পাসের হার ৭১ দশমিক ৯৬ শতাংশ।
বাংলা৭১নিউজ/জেড এইচ