বাংলা৭১নিউজ, ঢাকা: প্রকল্প সংক্রান্ত কাজ বা অন্য কোনো কারণে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের প্রমাণ মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
আজ দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ‘ঈদুল আযহা প্রস্তুতি সভা’ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
‘মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ ঘুষ দিতে না পারায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কাঙ্খিত বরাদ্দ পায়নি’ বলে বুধবার মন্তব্য করেছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। তার এই বক্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এটি ঈদুল আযহা প্রস্তুতি সভা হলেও বিষয়টি (নাছির উদ্দীনের বলা ৫ শতাংশ ঘুষ) নিয়ে কথা বলা প্রয়োজন। প্রকল্প সংক্রান্ত হোক বা অন্য কোনো কাজে হোক, মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।
পরে এ বিষয়ে মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ ঘুষ দিতে না পারায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কাঙ্খিত বরাদ্দ পায়নি’ বক্তব্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মহোদয়কে লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে সত্যতা যাচাই করবে মন্ত্রণালয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এই প্রস্তুতি সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ঢাকার দুই মেয়র এবং ঢাকা সিটি কর্পোরেশন ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/সিএইস