২ কোটি ৬৮ লাখ ৩১ হাজার ৭৭৫ টাকার বীজ আত্মসাতের অভিযোগে বিএডিসির সাবেক ৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সংস্থাটির উপ-পরিচালক মো. আল আমিন সংস্থাটির যশোর জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন বিএডিসির সাবেক উপ-পরিচালক তপন কুমার সাহা ও মো. আমিন উল্যা। এছাড়া সাবেক সহকারী পরিচালক মো. আলী হোসেন ও সাবেক গুদামরক্ষক মো. লিয়াকত আলী। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৯/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ