বাংলা৭১নিউজ, ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে কমিয়ে আনার দাবিতে মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এসব শিক্ষার্থী।
বাংলা৭১নিউজ/জেএস