বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধার মূলায়ন চাই, কোটার সংস্কার চাই দাবিতে ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বুধবার বেলা ১১ টায় শুরু হয়ে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে কয়েকশত শিক্ষার্থীরা । এসব কর্মসূচীতে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজসহ ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, এস এম জুবায়েল আলম, এন ইউ প্রিন্স, মাহাবুবা মুক্তি, রিয়াদ আহমদে, ইফরেখায়রুল ইসলাম প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস