বাংলা৭১নিউজ, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী তারিকুল আদনানকে আটকের প্রতিবাদে এবং সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা।
আইন অনুষদের ডাকা এ মানবন্ধনে যোগদান করেছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও।
আজ সোমবার ঢাবি আইন অনুষদের সামনে শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালিত হচ্ছে।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানকে গ্রেপ্তারের পর তারিকুল আদনানকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে এখনও মুক্তি দেয়া হয়নি।
তার আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে আইন অনুষদের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি এ মানববন্ধন থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং হামলায় জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদর বিচারের দাবি জানানো হয়। সূত্র: মানবজমিন অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস