যশোরের কেশবপুরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভোগতী নরেন্দ্রপুর গ্রামে আগুনে এক দিনমজুরের বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী আগুন লাগার খবর পেয়ে কলস ডেকচী হাতে করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। ততক্ষণে বসত ও গোয়াল ঘর পুড়ে প্রায় ৩ লাখ টাকার মালামাল ভষ্মীভূত হয়ে যায়। খবর পেয়ে মণিরামপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম হাজির হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লেগে উপজেলার ভোগতী নরেন্দ্রপুর গ্রামের দিনমজুর শহিদুল ইসলামের বসতঘর ও তার ছেলে রুস্তম আলীর ঘরের টিভি, ফ্রিজ, আসবাবপত্র, জমির দলিলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগান খবরে এলাকার নারী পুরুষ কলস ডেকচীতে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
শহিদুল ইসলামের ছেলে রুস্তম আলী জানান, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লেগে বসতঘর ও গোয়াল ঘর পুড়ে প্রায় ৩ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন, হাফিজুর রহমান, লিমা খাতুন, ইয়াসমিন বেগম জানান, তারা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায়।
বাংলা৭১নিউজ/এবি