ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর দুর্গম এলাকায় আগের দিন রাতে ব্যালট পেপার পৌঁছানো হবে বলে জানানো হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) ইসির জারি করা এক পরিপত্রে এ কথা জানানো হয়।
সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে আজ থেকে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে।
এর আগে মনোনয়নপত্র সংগ্রহ, জমা দেওয়া ও যাচাই বাছাই শেষে প্রার্থী চূড়ান্ত করা হয়। আজ থেকে শুরু হবে নির্বাচনি প্রচারণা।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনি প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।