স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গত ২৪ ঘণ্টায় যেসব কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে এটা বিচ্ছিন্ন ঘটনা, সার্বিক নির্বাচন ব্যবস্থাপনায় এটা বড় কোনো বিষয় নয়। শান্তিপূর্ণভাবে মানুষ ভোট কেন্দ্রে আসছে ভোট দিচ্ছে, বিরোধীদের ভোট বর্জনের আন্দোলন প্রত্যাখান করেছে জনগণ।
সোমবার মনিপুরিপাড়া বাছা স্কুলে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন চায় না, তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়।
ভোটার উপস্থিতি নিয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ঢাকার ভোটারদের মাইগ্রেশন হওয়ার কারণে ঢাকায় অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে। গণপরিবহন যেহেতু ওপেন তারা মাইগ্রেশন হলেও ভোটকেন্দ্রে আসবেন।
বিএনপির উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যেভাবে মানুষ হত্যা করেছে, এদেশের মানুষ এসব চায় না। এদেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে, সন্ত্রাস চায় না। বিএনপি ভোটে জিততে পারবে না জেনেই অগ্নিসন্ত্রাস বেছে নিয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ