কুমিল্লায় মহসিন আলম খান নামের কেন্দ্রী ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ইপিজেড গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মহসিন আলম খান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও চৌদ্দগ্রামের চুন্নু মিয়ার ছেলে।
ওসি মহিনুল ইসলাম বলেন, মহসিন আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ শুক্রবার কারাগারে পাঠানো হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ