বাংলা৭১নিউজ,ঢাকা: কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিজামীর মরদেহবাহী গাড়ি তার গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়ায় নেওয়া হচ্ছে।
মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে কারা ফটক থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সসহ দু’টি অ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়ি কারা ফটক থেকে সাঁথিয়ার উদ্দেশে রওনা হয়। কালো গ্লাসের অ্যাম্বুলেন্সগুলোর কোনটিতে নিজামীর মরদেহ তা জানা যায়নি।
এর আগে মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়।
আগে-পিছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ নিরাপত্তা দিয়ে মরদেহ ঢাকার শাহাবাগ, মহাখালী, উত্তরা, গাজীপুরের চন্দ্রা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও নাটোর হয়ে সাঁথিয়ায় নেওয়া হবে।
কারা কর্তৃপক্ষের মাধ্যমে এমনটি নিশ্চিত হয়েই প্রস্তুত রয়েছে এসব জেলার পুলিশ। মরদেহ দাফন করা হবে সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামের বাড়িতে।
মরদেহ ঢাকা থেকে বাড়ি পর্যন্ত নেওয়া নির্বিঘ্ন করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এজন্য ঢাকা থেকে সাঁথিয়া পর্যন্ত মহাসড়কের প্রতি আধা কিলোমিটার পর পর সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। যাতে কোনো প্রকার অসুবিধা না হয়।
বাংলা৭১নিউজ/সি এইস