বাংলা৭১নিউজ,(নেত্রকোনা)প্রতিনিধি: কেন্দুয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে পৌর এলাকার সাউদপাড়ায় এক বাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, নগদ দেড় লক্ষ টাকা, ২ পৌর কাউন্সিলর, ১ ইউপি সদস্যসহ ৯ জুয়ারীকে আটক করেছে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়াস্থ কাঠ ব্যবসায়ী এনামুল হকের দু’তলা টিন সেটের ঘরে জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় পুলিশ জুয়া খেলার আসর থেকে ২ পৌর কাউন্সিলর, ১ ইউপি সদস্যসহ ৯ জুয়ারীকে আটক করে।
এছাড়াও পুলিশ সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ লাখ ৫৩ হাজার ১ শত ৮৭ টাকা জব্দ করে। আটককৃতরা হলেন, কেন্দুয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল কাইয়ুম ভূঞা, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান রতন, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু হারেছ, চিরাং ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দুয়া উপজেলা কৃষক দলের সভাপতি রেজাউল করিম সুমন, সাউদপাড়া এলাকার ব্যবসায়ী হায়দার আলী, সাউদপাড়ার রতন মিয়া, আরামবাগ এলাকার জুয়েল মিয়া এবং তাড়াইল উপজেলার ধলা গ্রামের বিল্লাল মিয়া।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি পৌর কাউন্সিলরসহ ৯ জুয়ারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি প্রভাবশালী জুয়ারী চক্র দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাউদপাড়া এলাকায় জুয়ার আসর বসিয়ে আসছিল।বৃহস্পতিবার রাতে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত জুয়ারীদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি