বাংলা৭১নিউজ,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় বাস-সিএনজি সংর্ঘষে ঘটনাস্থলে ৪ জন নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে কেন্দুয়া-ময়মনসিংহ সড়কের মাসকা কাঠালতলা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর দুইটার দিকে কেন্দুয়া থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিক্সাটিকে কেন্দুয়াগামী মায়ের দোয়া নামের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে ৪ জন নিহত হন।
এসময় স্থানীয়রা সিএনজির আহত এক নারী ও শিশুসহ ৩ জনকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, শনিবার দুপুরে উপজেলার মাসকা কাঁঠালতলা এলাকায় কেন্দুয়া থেকে আঠারোবাড়িগামী সিএনজি অটোরিকশাকে ঢাকা থেকে কেন্দুয়াগামী মায়ের দোয়া নামে একটি বাস চাপা দিলে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত তিন যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, শনিবার দুপুরে উপজেলার মাসকা কাঁঠালতলা এলাকায় কেন্দুয়া থেকে আঠারোবাড়িগামী সিএনজি অটোরিকশাকে ঢাকা থেকে কেন্দুয়াগামী মায়ের দোয়া নামে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজির চালক জামাল উদ্দিনসহ ৪ জন নিহত হন।
বাংলা৭১নিউজ/বিকে