বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় ফায়ার সার্ভিস অফিসের বাউন্ডারী দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা লোহার গেইটের চাপায় নিহত তৃতীয় শ্রেণির ছাত্র মাহিন মিয়ার (৮) পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল ও উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোজাফ্ফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, মাস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান খোকামণিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার বিকালে উপজেলা মাস্কা ইউনিয়নের রায়পুর (পূর্বপাড়া) গ্রামের গাজীবুর রহমানের ছেলে আদমপুর খান এন্ড পন্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মাহিন মিয়া গ্রামের অন্য শিশুদের সাথে স্থানীয় হেলিপ্যাড মাঠে পশুরহাট দেখতে যায়। পরে বাড়ি ফেরার পথে তাকে একটি গরু তাড়া করে।
এ সময় সে আশ্রয় নিতে ছুটে যায় স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের কাছে। সেখানে সড়কের পাশে উন্মুক্তভাবে ফেলে রাখা ফায়ার সার্ভিস অফিসের নির্মাণাধীন লোহার গেইটের সঙ্গে ধাক্কা লাগলে গেইটটির একাংশ মাহিনের উপর পরে যায়। এতে গেইটের চাপায় মাহিনের মাথায় আঘাত লেগে তার মস্তক বেড়িয়ে পরে। বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিস অফিসের লোকজন দ্রুত মাহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলী মোহাম্মদ হোসাইন তাকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/বিকে