বাংলা৭১নিউজ, খুলনা : আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশন সূত্র জানায়, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কেএমপি কমিশনারের ভূমিকা নিয়ে ইসিতে বিরূপ প্রতিবেদন পড়ে। অভিযোগের পর এই কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য কমিশন সভায় একজন কমিশনার প্রস্তাব করেছিলেন। তার পরিপ্রক্ষিতে নির্বাচন কমিশন কেএমপি কমিশনারকে প্রত্যাহার সংক্রান্ত নথিতে অনুমোদন দেয়।
এর আগে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। এছাড়া দুইজন ওসিকেও প্রত্যাহার করেছে।
বাংলা৭১নিউজ/এস এইস