বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ছোড়া গুলিতে শাকিল নামে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার পাইন্দু এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শাকিল সেনাবাহিনীর ল্যান্স করপোরাল বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বান্দরবানের রুমা-থানচি ও রোয়াংছড়িতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। অভিযানের অংশ হিসেবে সোমবারও রুমার পাইন্দু এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা গুলি ছুড়লে ল্যান্স করপোরাল শাকিল পায়ে গুলিবিদ্ধ হন।
রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাইন্দু এলাকায় কেএনএফের ছোড়া গুলিতে শাকিল নামে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে আহতের খবর শুনেছি। বিস্তারিত পরে জানা যাবে।
বাংলা৭১নিউজ/এসএইচ