বাংলা৭১নিউজ, ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার ভাষায় বলেছেন, কৃষ্ণ সাগর রাশিয়ার হ্রদে পরিণত হয়েছে এবং এটি প্রতিহত করতে ন্যাটোর উপস্থিতি জোরদার করতে হবে। ইস্তাম্বুলে বলকান অঞ্চলের দেশগুলোর জেনারেল স্টাফেদের বৈঠকে এ কথা বলেন তিনি।
এরদোগান আরো জানান, অতীতে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের কাছেও একই প্রসঙ্গ তোলা হয়েছে। কৃষ্ণ সাগরে ন্যাটোর উপস্থিতি নেই -এ কথা উল্লেখ করে স্টোলটেনবার্গকে বলা হয়েছে, কৃষ্ণ সাগর প্রায় রাশিয়ার হ্রদে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, কৃষ্ণ সাগরে ন্যাটোর সমন্বয় এবং সহযোগিতা বাড়বে। আগামী ৮ ও ৯ জুলাই অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত ফল পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এরদোগান। তিনি বলেন, কৃষ্ণ সাগরকে স্থিতিশীলতার সাগরে পরিণত করা হবে।
বাংলা৭১নিউজ/জে