বাংলা৭১নিউজ,এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে ৬০ বছরের বৃদ্ধ কৃষক ইসমাইল হোসেনকে নিজ বসত ঘরে উপর্যোপুরি ছুরিকাঘাতে হত্যার দায়ে এক জনকে মৃত্যুদন্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনা আদালত। জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী হচ্ছে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের চারিগাঁও পাড়া গ্রামের মৃত আব্দু রেজ্জাকের পুত্র আলিম উদ্দিন (২৮)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছে, একই গ্রামের রজব আলী’র পুত্র ইলিয়াস(২২) ও আব্দুল জব্বারের পুত্র আজিজুল(৩৫)। রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দেয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত আসামীরা বিগত ২০১৩ সালের ১ জানুয়ারী রাত সাড়ে ৯টার দিকে চারিগাঁও পাড়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের পুত্র ইসমাইল হোসেনের(৬০) বসত ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশংকাজনক অবস্থায় ইসমাইলকে দূর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের স্ত্রী জমিলা খাতুন বাদী হয়ে ৩ জানুয়ারী আলিম উদ্দিনকে আসামী করে দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পুলিশ আলিম উদ্দিনকে গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্ধিতে তার অপর দুই সহযোগীর নাম উল্লেখ করে। পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ১০ জুন তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ বিচারক ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহনান্তে আসামীদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণীত হওয়ায় উপরোক্ত রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি (চলতি দায়িত্বে) এড্ভোকেট সাইফুল আলম প্রদীপ ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ড. হামিদুর রহমান রাশেদ।
বাংলা৭১নিউজ/জেএস