বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরার সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের বিজয়নগর গ্রাম থেকে বুধবার আয়ুব আলী (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
নিহতের বড় ভাই নায়েব আলী সাংবাদিকদের জানান, গত রবিবার থেকে তার ভাই আয়ুব আলী নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে অনেক স্থানে খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান মেলেনি। বুধবার সকালে বাড়ির অদূরে পাশর্^বতী লিচু বাগানের একটি গাছে তার লাশ ঝুলতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
সদর থানার এস আই আল-এমরান জানান, সংসারে নানা অভাব অনাটনের কারণে সে আতœহত্যা করেছে বলে তার পরিবার জানান। এ কারণে সে দীর্ঘদিন অসুস্থ ও মানসিক ভারসাম্য ছিল। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস