বাংলা৭১নিউজ,(হিলি)প্রতিনিধি: ৭ মাস আগে ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে কৃষক শামিমের বাড়িতে গিয়ে ফেরত দিলেন হাকিমপুর-হিলি সার্কেলের এএসপি আখিউল ইসলাম।
জানা গেছে, ২০১৮ সালের ১৫ অক্টোবর রাতে দিনাজপুরের হিলি-ঘোড়াঘাট রোডের ডুগডুগি বাজারের কাছে রাস্তার গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ঘোড়াঘাট থানায় ডাকাতি চেষ্টার মামলা করা হয়। পুলিশ এ ঘটনায় ছয় ডাকাতকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। ডাকাতদের আটকের পর কৃষক শামিম হাকিমপুর-হিলি সার্কেল এএসপি আখিউল ইসলামের কাছে অভিযোগ করেন তার একটি মোবাইল ছিনিয়ে নিয়েছে ডাকাত। দীর্ঘ ৭ মাস সন্ধান করে মোবাইল ফোনটি উদ্ধার করেন এএসপি মো: আখিউল ইসলাম।
গতকাল রবিবার বিকেলে উদ্ধার হওয়া মোবাইলটি নিয়ে এএসপি আখিউল ইসলাম নিজে চলে যান দিনাজপুর জেলার হাকিমপুর থানার নিখিরা গ্রামের ফজলুর রহমানের ছেলে কৃষক শামিম হোসেন বাড়িতে। এ সময় শামিমের হাতে তার খোয়া যাওয়া মোবাইলটি তুলে দেন তিনি।
এ বিষয়ে শামিম জানায়, ডাকাতিতে ছিনতাই হওয়া মোবাইল ফোন ৭ মাস পরে পুলিশ তার নিজ বাড়িতে এসে ফেরত দিবে এটা সে কোনদিন ভাবতে পারেননি।
এদিকে এএসপি আখিউল ইসলাম নিজে বাড়ি গিয়ে কৃষকের হাতে মোবাইল ফোনটি দেওয়ায় এলাকায় ব্যাপক ভাবে প্রসংশিত হয়েছে পুলিশ।
বাংলা৭১নিউজ/এম বিআর