বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জাতীয় কৃমি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে পৌর সভার ছোলনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রন ট্যাবলেট খাইয়ে উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর প.প. কর্মকর্তা ডা. তাপস কুমার বিশ্বাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিইও) মো. আজিজুর রহমান খান, প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন। ডা. তাপস কুমার বিশ্বাস জানান, ৫ বছর বয়স থেকে ১৫ বছর বয়াসী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের সকাল শিক্ষার্থীকে ৭দিন ধরে কৃমি নিয়ন্ত্রন ট্যাবলেট খাওয়ানো হবে।
বাংলা৭১নিউজ/জেএস