বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভরাডুবির পর কূটনীতিকদের সামনে নির্বাচনী চিত্র তুলে ধরতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
রাজধানীর গুলশানে হোটেল আমারিতে মঙ্গলবাল বিকেলে এই ব্রিফ করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ড. মেহেদি মাসুম।
তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন, মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারা বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের সামনে ভোট পরিস্থিতি তুলে ধরবেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের প্রথম নির্বাচনের পর নৌকার কাণ্ডারিদের এটাই সবচেয়ে বড় জয়।
২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৯টি আসনে এককভাবে জয়লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এই নির্বাচনে বিএনপি এককভাবে ৫টি এবং জোটগত হিসেবে ৭টি আসনে বিজয়ী হয়েছে। সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস