অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতে দণ্ডপ্রাপ্ত সাবেক বাংলাদেশি এমপি মোহাম্মদ শহীদ তার ব্যবসা প্রতিষ্ঠানের ২৫ লাখ কুয়েতি দিনার সমমূল্যের শেয়ারের মালিকানা এক কুয়েতির কাছে ছেড়ে দিয়েছেন। রোববার গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
গত বছরের নভেম্বরে কুয়েতের শীর্ষ আপিল আদালত মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে মোহাম্মদ শহীদকে সাত বছরের কারাদণ্ড এবং ২৭ লাখ কুয়েতি দিনার জরিমানা প্রদানের আদেশ দেয়।
স্থানীয় সংবাদমাধ্যম আল আনবা জানিয়েছে, কারাগারে থাকা শহীদ কুয়েতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের ৪৯ শতাংশ শেয়ারের মালিক। এক অজ্ঞাতনামা কুয়েতি ব্যক্তি বরাবর শহীদ তার তিনটি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব ছেড়ে দিয়েছেন। শহীদের প্রতিনিধি এর আগে মালিকানা বা শেয়ার ছেড়ে দাওয়ার একটি আবেদন কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছিল। মন্ত্রণালয় ওই আবেদন মঞ্জুর করেছে।
বাংলা৭১নিউজ/এআর