কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।গত সোমবার সকালে কুয়েতের ৭ নম্বর রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে একটি ময়লার ট্রাক উল্টে ঘটনাস্থলেই তারা মারা যান। ওই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, স্থানীয় সময় সকালে মরুভূমিতে ময়লা ফেলে আসার পর কুয়েতের ব্যস্ততম সড়ক আবু ফাতিরা থেকে কোস্টাল এলাকামুখী ওই রোডে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ময়লার গাড়িটি উল্টে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/এসএফ