কুয়েতে পুলিশের গাড়িতে ঢিল মেরে টিকটক ভিডিও বানিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওয়াসিফ শান্ত নামে এক বাংলাদেশি যুবক গ্রেপ্তার হয়েছেন।
বিষয়টি গত রোববার (২৬ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় একাধিক গণমাধ্যমে উঠে এসেছে।
জানা গেছে, গ্রেপ্তার শান্ত কুয়েতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে পানিভর্তি বেলুন ছুড়ে মারেন। একই সঙ্গে সেটির ভিডিও ধারণ করে টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশাসনের নজরে এলে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নেতারা বলেন, এটা আমাদের জন্মভূমি নয়। আমরা এখানে কাজ করতে এসেছি। আমাদের অবশ্যই এখানকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং নিজ দেশের সুনাম ক্ষুণ্ন হয়, এমন কাজকর্ম থেকে বিরত থাকতে হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ