সোমবার, ০৬ মে ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

কুয়েট শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় ঢাকা আরিচা অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৩ বার পড়া হয়েছে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফি আদায় দায়ী এমন অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ শেষে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রসংগঠনগুলো। এ সময় তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ফি বাতিলের দাবি জানায়।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে ফটকের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর দুপুর একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

এ সময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে যে হারে ফি বাড়ানো হচ্ছে তাতে মেধাবীরা সুযোগ পেলেও পড়তে পারবে না। অন্তু রায়ের মতো আর কোনো শিক্ষার্থীর যদি আত্মহত্যার দিকে যেতে হয়, তাহলে আমরা সকলে এক সাথে এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করবো। শিক্ষাক্ষেত্রে ফি বাড়ানোর পাঁয়তারা বন্ধ না করলে আইয়ুব-এরশাদের মতো দেশ থেকে পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না। ’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে জাবি শাখার সভাপতি আবু সাঈদ বলেন, ‘একদিকে এই রাষ্ট্র উন্নয়নের ডামাডোল পিটাচ্ছে অন্যদিকে উন্নয়নের জাঁতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রিকশাচালক জরিমানা দিতে না পেরে আত্মহত্যা করছে আরেকদিকে অতিরিক্ত ফি’র জাঁতাকলে আত্মহত্যা করছে শিক্ষার্থীরা। ’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রীতম বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ফি শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করছে। কুয়েটে অন্তু রায় আত্মহত্যা করেছে, আবার দেখা যাবে অন্য বিশ্ববিদ্যালয়েও আরেকজন আত্মহত্যা করেছে। আশা করব, এই সমস্যা সমাধানে রাষ্ট্র আশু ব্যবস্থা গ্রহণ করবে। ’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘এখন রমজান মাস চলছে। রমজানে মানুষের যেন ভোগান্তি না হয়, সে জন্য শিক্ষার্থীদেরকে মহাসড়ক ছেড়ে দিতে অনুরোধ করেছিলাম। শিক্ষার্থীরা আমার কথা রেখেছে, তারাও তাদের কর্মসূচি শেষ করে নিজ থেকেই অবরোধ উঠিয়ে নিয়েছে। ’

গত ৪ এপ্রিল খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বাসিন্দা কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় নিজ ঘর থেকে। শিক্ষার্থীদের দাবি, বকেয়া ফি’র টাকা দিতে না পেরে আত্মহত্যা করেছে অন্তু রায়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com