খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহমুদ (পিএসসি)।
২৩মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কর্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিশ^বিদ্যালয়ের বিএনসিসি পল্টুন কমান্ডার (ইইই বিভাগের সহকারী অধ্যাপক) প্রতীক চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতের সময় বিএনসিসির পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর মহোদয় কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এর আগে বিএনসিসির একটি চৌকস দল রেজিমেন্ট কমান্ডারকে গার্ড-অব-অনার প্রদান করেন।
বাংলা৭১নিউজ/এমএস