বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

কুড়িগ্রাম সীমান্তে হাতির তান্ডব বন্ধের ব্যবস্থা নেওয়ার দাবি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,সংসদ প্রতিবেদক: কুড়িগ্রাম এলাকায় ভারতের সীমান্তের ওপর থেকে আসা হাতির তান্ডব বন্ধ করতে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ
সদস্য রুহুল আমিন।আজ বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান তিনি।
জাতীয় পার্টি সংসদ সদস্য বলেন, কুড়িগ্রাম রৌমারি উপজেলার আলগারচর,ঠেওয়ার চর, ঝাউমারি, বড়ইবাড়ি গ্রামের জনগন ভারতীয় হাতির তান্ডবে আতঙ্কে
আছে। ছেলে-মেয়েরা আতঙ্কে আছে পরীক্ষা দিতে পারছে না। বৃদ্ধ লোক বাড়ি ছেড়ে দূরে সরে আছে।তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। আমরা যারা সংসদ সদস্য
আমাদেরও জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রয়েছে। ভারত থেকে সীমান্ত পেরিয়ে প্রতিনিয়ত সন্ধ্যায় ৭০-৮০ টি হাতি আমার নির্বাচনী এলাকায় ঢুকে পরে।এই হাতিগুলো ঢুকার সময় ভারতের বিএসএফ সীমান্তের গেট খুলে দেয়। হাতির দল ভুট্টাসহ খেতের ফসল নষ্ট করে এবং ভেঙে তছনছ করে দেয়।

তিনি বলেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আমরা সেখানে গিয়ে হাতির তান্ডব দেখেছি। ওখানে কৃষকরা ভুট্টা ক্ষেতে বিষ দিয়েছিল বলে হাতি ভুট্টা খেতে না পেরে কৃষকদের ১২টি বাড়ি ভেঙে তছনছ করে দেয় এবং গ্রামে তান্ডব চালায়। প্রায়ই তারা এভাবে গ্রামে তান্ডব চালিয়ে ঘরবাড়ি ফসল নষ্ট করছে।তাই যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপূরন দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর জনগণ যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমি জামালপুর ব্যাটেলিয়ান বিজিপি’র সিওকে জানিয়েছি। তিনিও বিষয়টি সরেজমিনে দেখেছেন।তাই সরকারকে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

তিস্তা ব্যারেজ

আবুল কালাম আজাদ পয়েন্ট অর্ডারে সংসদে বলেন, তিস্তা ব্যারেজের পানি আমরা এখনও পাইনি। ভারতের দুই জন প্রধান মন্ত্রী পরবির্তন হয়েছে অথচ তিস্তা ব্যারেজের পানি চুক্তি
বাস্তবায়ন হয়ান। মমতা আমাদেও প্রতি মমতা না দেখিয়ে তিনি বাধ সেজেছেন।

মশা

জসদের সংসদস্য পয়েন্ট অব অর্ডাওে বলেন, একজন সংসদ সদস্য বড় প্রানী হাতী নিয়ে সংসদে জানিয়েছেন। হাতির নাগরিকত্ব নেই। আমি বড় প্রানী নিয়ে বলছিনা ছোট প্রানী নিয়ে
বলছি। মশা। মশার কামড়ে গত রাতে ঘুমাতে পারিনি। এসিআই মশার ওষুধ দিয়েছি। মশা কিছু সময় থেমেে থেকে আবার জ্যান্ত হয়ে কামড়াতে শুরু করে। এসি আইয়ের মশা মারার ক্ষমতা যদি না থাকে তা হলে তা বাজারজাত করা হচ্ছে কেন। জনগনকে কেন প্রতারনা করা হচ্ছে। এর একটি প্রতিকার হওযা উচিৎ।

বাংলা৭১নিউজ/এএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com