বাংলা৭১নিউজ,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি’র ২০১৯-২০২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটি’র নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছে। অপর দিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল একটি সহ-সভাপতি ও যুগ্ম-সাধারন সম্পাদকসহ ৯টি পদে জয়ী হয়েছে। বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী পরিষদের ১৯টি পদে দু’টি প্যানেলে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সমিতি’র কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। এরপর বিকেল ৪টা থেকে ভোট গণনা শুরু করে রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৬৮ জন ভোটারের মধ্যে ১৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শামসুল হক সরকার।
নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের সভাপতি পদে ইয়াছিন আলী সরকার ৮৪ ভোট এবং সাধারন সম্পাদক পদে মুহাঃ ফখরুল ইসলাম ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি পদে মোঃ আব্দুল খালেক (চাঁদ) ৭৬ ভোট এবং সাধারন সম্পাদক পদে আমজাদ হোসেন ৭৫ ভোট পেয়েছেন।
বাংলা৭১নিউজ/এসই