কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সাইদুল ইসলাম (৩৫)। তিনি নাগেশ্বরীতে তার অসুস্থ্ নানী শাশুড়ীকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয়ে মারা যান। নিহত সাইদুল ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বড়লই গ্রামের আব্দুল মোমেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টায় নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরের হাট এলাকায় নানা ছকর উদ্দিনের বাড়িতে অসুস্থ্ নানী শাশুড়ীকে দেখতে যায় সাইদুল। পরে সেখানে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন সাইদুল।
পরে নানা শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলা৭১নিউজ/এমএস