কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আল আমিন (১১) ও আলিমুল (৭) তারা সম্পর্কে মামাতো ভাই। বুধবার দুপুরের দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আল আমিন ওই গ্রামের মমিনুল হকের ছেলে ও আজিদুল হকের ছেলে আলিমুল। তারা দুজনেই বালাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান,একই গ্রামের আবুবক্কর মিয়া তার বাড়ী থেকে মাটির ওপর দিয়ে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নিয়ে একটু দুরে জমিতে ইরি বোরো চাষে সেচ পাম্প স্থাপন করেন। বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে ওই সংযোগের তার মাটিতে পড়ে থাকাবস্থায় খেলতে গিয়ে প্রথমে শিশু আলিমুল বৈদ্যুতিক তারে আটকে যায়। পরে আলিমুলকে রক্ষা করতে গিয়ে আল আমিনও বিদ্যুতায়িত হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। পরে এলাকাবাসীরা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তাদের মৃত্যু ঘটে।
এ ব্যাপারে নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী ও ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কুড়িগ্রামÑলালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম মোস্তফা কামাল জানান, অবৈধভাবে বিদ্যুত সংযোগ নিয়ে সেচ দেয়া হলে তদন্ত করে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এমকে