বাংলা৭১নিউজ,কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে খাশিরভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভুরুঙ্গামারী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম।
নিহতরা হলেন ওই গ্রামের আজিজার রহমানের ছেলে সাইফুর রহমান (২৫), তার মা ছবিরন (৪২) ও স্ত্রী মমতাজ (২৩)।
জয়মনিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারমান আব্দুল ওয়াদুদ বলেন, সাইফুর তার প্রতিবেশী আলতাব হোসেনের বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়েছিলেন। গুড়িগুড়ি বৃষ্টির সময় বুধবার রাত ১০টার দিকে বিদ্যুতের তার ছিঁড়ে যায়।
“এ সময় সাইফুর তার জোড়া লাগাতে গিয়ে আটকে যান। তাকে বাঁচাতে গিয়ে তার মা ছবিরন ও স্ত্রী মমতাজও আটকে পড়েন। পরে আলতাব মিয়ার বাড়ির মেইন সুইচ বন্ধ করা হলেও ততক্ষণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
ওসি লতিফুল বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এম