বাংলা৭১নিউজ,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রাম-রংপুর সড়কের কাঁঠালবাড়ী বাজারে ট্রাকের ধাক্কায় আমির হোসেন (৪২) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের জোবেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন রোলারচালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমির হোসেন মোটর সাইকেলে সড়ক অতিক্রমকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ট্রাকের চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
বাংলা৭১নিউজ/এফএ